প্রথম বর্ষ/প্রথম সংখ্যা/১লা
বৈশাখ, ১৪৩০
কবিতা
অজয় দেবনাথ
স্বপ্নের হাতবদল
আগুন
নিভে গেলে
পিটপিট
চেয়ে থাকে
অসমর্থ কিছু আগুনের কণা…
বুকে তার অপূর্ণ স্বপ্ন, বেদনার্ত স্মৃতিভার।
তিল তিল পুড়িয়ে জীবন
পড়ে আছে ছাই,
আর সে আগুন হতে পারবে না
অদম্য জেদে দুর্দমনীয় হবে না কোনদিন।
পিটপিট
চেয়ে থাকা তবু…
বারুদের স্তূপ হাতে, এলে কেউ
ঘটাবে বিস্ফোরণ নিভে আসা কণা।
অসমর্থ কিছু আগুনের কণা…
বুকে তার অপূর্ণ স্বপ্ন, বেদনার্ত স্মৃতিভার।
তিল তিল পুড়িয়ে জীবন
পড়ে আছে ছাই,
আর সে আগুন হতে পারবে না
অদম্য জেদে দুর্দমনীয় হবে না কোনদিন।
বারুদের স্তূপ হাতে, এলে কেউ
ঘটাবে বিস্ফোরণ নিভে আসা কণা।
ভালো লাগলো।
ReplyDeleteশুভেচ্ছা।
Deleteঅপূর্ব লাগলো।
ReplyDeleteধন্যবাদ, সঙ্গে থাকুন।
Deleteএক কথায় অসাধারণ। সত্যি কবি তোমার লেখা পড়ি আর মুগ্ধ হই। দারুণ।
ReplyDeleteনিজের নাম বলুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।
Deleteসুন্দর বার্তা, খুব ভালো লাগল।
ReplyDeleteশুভ কামনা।
Deleteএকটি মাসিক পত্রিকায় যেমন অনেক কিছু থাকে গল্প, কবিতা, ধারাবাহিক লেখা ইত্যাদি, ঠিক সেভাবেই এই পত্রিকাটি সাজিয়েছেন সম্পাদক। পাঠক অনেক কিছু পেয়ে যাচ্ছেন একসঙ্গে। আশা করি পত্রিকার মান উত্তরোত্তর ভালো হবে।
ReplyDeleteধন্যবাদ বন্ধু।
Deleteখুব ভালো লাগলো। - জয়িতা
ReplyDeleteধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন।
Deleteঅনবদ্য কবিতা,অসাধারণ লেখা যা অন্তর নাড়িয়ে দেয়!অনেক শুভকামনা রইলো ❤️🙏
ReplyDeleteধন্যবাদ আপনাকে। আপনার পরিচয় পেলে খুব ভাল লাগত।
Delete