প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মুনিয়াকে বিজিত | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী

  বাতায়ন /যুগলবন্দি /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | যুগলবন্দি |   অজয় দেবনাথ ও  ...

Saturday, May 6, 2023

আদিভূমি | চন্দ্রশেখর ভট্টাচার্য

প্রথম বর্ষ/তৃতীয় সংখ্যা/সাপ্তাহিকী/৬ই মে, ২০২৩

কবিতা

চন্দ্রশেখর ভট্টাচার্য


আদিভূমি


বোঙ্গাভূমি চেনা আছে? চেনো কি হরিকেল, সমতট?
আকাশজোড়া নক্ষত্রের আলপথ ধরে হেঁটে এসো
কুয়াশার সরণীতে পেতেও পার কোনও পদচ্ছাপ।

সন্ত্রাসী রাতে এল উজ্জয়িনী-পলাতক খনা-মিহির।
বিদ্যাধরীর গা-ঘেঁষা বালান্দা তাকে বুকে ধরেছিল।
চেনো কি চর্যাপদী সূক্ষ্মতার সেই আদিবর্ত্মগুলি?

অশ্বারোহী অস্ত্রধারী দস্যু, এসেছিলে দ্রুত ধাবমান
সরস্বতী আর সিন্ধুর অববাহিকায় লুঠ অভীপ্সায়
রক্তবন্যায়, নারীর চিৎকারে গর্জেছিলে ‘ওম স্বাহা’।

সহস্র বৎসর পর ফিরেছি আবার। তোমার নখরে
আজও মূলবাসীর রক্ত, আজও ধর্ষণেচ্ছু তুমি।
আমার তূণীরে তাই সাজিয়েছি অমোঘ পাশুপত

বুঝে নিই তবে মনুষ্যত্ব না দস্যুর দুর্মর লোভ—
কার শক্তি বেশি? এ মাটি আমার আদি পুরুষের
লুঠেরা দস্যুর দল কেড়ে নেবে, সাধ্য কী তার।


👍

2 comments:

  1. বক্তব্যে বলিষ্ঠতা আছে।

    ReplyDelete
  2. এখনও তো সেই লুঠেরা বাহিনীই সমগ্র পৃথিবীকে শাসন করছে। আমরা তো পৃথিবীর ভূমিপুত্র। স্বর্গ বা পাতালবাসী নই। জাতি ও ধর্ম নিরপেক্ষ।

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)