বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/৪র্থ সংখ্যা/১৩ই
মে, ২০২৩
কবিতা
অপর্ণা শীল ভট্টাচার্য
তবুও প্রেম
নিমেষেই সব ভেঙেচুরে খানখান...
কথার আগুনে অনুভূতিগুলো পোড়ে,
নরম আবেগ যায় দেখি সরে সরে।
চমকে দেখি যে শূন্য আমার খাতা।
অস্তরাগের দুঃখ মাখানো গান।
আঁধার রাতেও ছুঁয়ে থাকে মনপ্রাণ।
মন শোনে কী তা, বড্ড যে অভিমানী!
বৃষ্টিফোঁটায় আগুন কখন ছাই,
চোখের তারায় রামধনু রোশনাই।
সেই মুহূর্তে যাই ভেসে রোদ্দুরে।
বেহাগের রাগ কোমল সুরেই গায়,
বৃথা কেন তবে সময়ের অপচয়।
জোছনার পথে নেমে এসো ভালবাসা।
সুন্দর অনুভবের কবিতা।
ReplyDeleteধন্যবাদ 🙏
ReplyDeleteসূন্দর
ReplyDeleteনরম সুরের কবিতা পড়ে তৃপ্তি পেলাম।
ReplyDelete