প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

এই নীল গ্রহের ভেতরে আমরা যারা এমনি এমনি বাস করি | তাপস রায়

বাতায়ন/মাসিক/ কবিতা /৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র , ১৪৩২ কবিতা তাপস রায়   এই নীল গ্রহের ভেতরে আমরা যারা এমনি এমনি বাস করি

Saturday, May 13, 2023

তবুও প্রেম | অপর্ণা শীল ভট্টাচার্য

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/৪র্থ সংখ্যা/১৩ই মে, ২০২৩

কবিতা

অপর্ণা শীল ভট্টাচার্য


তবুও প্রেম

তাকাও যখন দৃষ্টিতে দিয়ে শান,
নিমেষেই সব ভেঙেচুরে খানখান...
কথার আগুনে অনুভূতিগুলো পোড়ে,
নরম আবেগ যায় দেখি সরে সরে।

হাওয়ায় হাওয়ায় ওড়ে শুধু ঝরাপাতা...
চমকে দেখি যে শূন্য আমার খাতা।
অস্তরাগের দুঃখ মাখানো গান।
আঁধার রাতেও ছুঁয়ে থাকে মনপ্রাণ।

রাগ, অনুরাগ পাশাপাশি থাকে জানি
মন শোনে কী তা, বড্ড যে অভিমানী!
বৃষ্টিফোঁটায় আগুন কখন ছাই,
চোখের তারায় রামধনু রোশনাই।

হঠাৎ কোথায় বাঁশি বেজে ওঠে দূরে,
সেই মুহূর্তে যাই ভেসে রোদ্দুরে।
বেহাগের রাগ কোমল সুরেই গায়,
বৃথা কেন তবে সময়ের অপচয়।

বেদনার পাশে থাক আলো আর আশা,
জোছনার পথে নেমে এসো ভালবাসা।

4 comments:

  1. সুন্দর অনুভবের কবিতা।

    ReplyDelete
  2. ধন্যবাদ 🙏

    ReplyDelete
  3. সূন্দর

    ReplyDelete
  4. নরম সুরের কবিতা পড়ে তৃপ্তি পেলাম।

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)