বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৯ম
সংখ্যা/২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০
কবিতা
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
আমি স্বপ্ন পুষি
এখনও গোলাপের অবিনাশী
ছায়া
হৃদয়ের কোণটিতে পেতে আছে কান
অসময়ে জেগে উঠে ব্যথা ভরা গান
লিখেছে যে পলাশের হৃদরাঙা মায়া!
তোমাকে গোলাপের কাঁটা
দিতে গিয়ে
তারাদের মজলিশ মজে গেছে মনে
সুবাসিত কাহিনির যবনিকা ক্ষণে
আমাকেই চন্দ্রদোষে কেন এলে নিয়ে!
কালসর্প দোষে দুষ্ট যাযাবর
হাসি
নূপুরের শব্দদোষে কীটদংশ ফুল
অঘোষিত হৃদপদ্মে রাহুগ্রাসী হুল
দুধনীল মেঘ লেখে— আমি ভালবাসি।
খঞ্জ হাতে ধরা আছে
গোলাপের খুশি
কোনদিন বলিনি তো আমি স্বপ্ন পুষি।
হৃদয়ের কোণটিতে পেতে আছে কান
অসময়ে জেগে উঠে ব্যথা ভরা গান
লিখেছে যে পলাশের হৃদরাঙা মায়া!
তারাদের মজলিশ মজে গেছে মনে
সুবাসিত কাহিনির যবনিকা ক্ষণে
আমাকেই চন্দ্রদোষে কেন এলে নিয়ে!
নূপুরের শব্দদোষে কীটদংশ ফুল
অঘোষিত হৃদপদ্মে রাহুগ্রাসী হুল
দুধনীল মেঘ লেখে— আমি ভালবাসি।
কোনদিন বলিনি তো আমি স্বপ্ন পুষি।
খুব খুশি হলাম। ধন্যবাদ। এই প্ৰকাশ প্ৰয়াস সাৰ্থক ও সুন্দৱ হয়ে উঠুক।
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ আপনাকে।
Deleteদারুণ সুন্দর!
ReplyDelete