বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৮ম
সংখ্যা/১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০
কবিতা
দীপ মুখোপাধ্যায়
স্বপ্ন ছড়ায় এই জীবনে
সে পাহাড় মেঘ ছুঁয়েছে
গাছপালাদের পাশ কাটিয়ে
পাথরের গভীর থেকে
গড়ালো ঝরনাধারা—
সাজানো চড়াই পথের
অচেনা ঘাসপাতারা
ডেকে নাও একলা আছি
মনখারাপের দুঃখ নিয়ে।
ও সাগর কোন সুদূরে
ঝাপসা তোমার প্রান্তসীমা
কেন যে ইচ্ছে ছড়াও
তবুও নিষেধ বাধা—
সমানে ঢেউ ভাঙে পাড়
দুরূহ গোলকধাঁধায়
এসো আজ সহজ করি
অক্ষরেখা আর দ্রাঘিমা।
যে নদী নীল জলপথ
ছড়িয়েছিল সংগোপনে
সেখানে অনন্তকাল
ঝড়তুফানে নৌকা ভাসে
কত কী মিলিয়ে দেবার
ছন্দ আছে সেই বাতাসে—
পাহাড় নদী সাগর যখন
স্বপ্ন ছড়ায় এই জীবনে।
গাছপালাদের পাশ কাটিয়ে
পাথরের গভীর থেকে
গড়ালো ঝরনাধারা—
সাজানো চড়াই পথের
অচেনা ঘাসপাতারা
ডেকে নাও একলা আছি
মনখারাপের দুঃখ নিয়ে।
ঝাপসা তোমার প্রান্তসীমা
কেন যে ইচ্ছে ছড়াও
তবুও নিষেধ বাধা—
সমানে ঢেউ ভাঙে পাড়
দুরূহ গোলকধাঁধায়
এসো আজ সহজ করি
অক্ষরেখা আর দ্রাঘিমা।
ছড়িয়েছিল সংগোপনে
সেখানে অনন্তকাল
ঝড়তুফানে নৌকা ভাসে
কত কী মিলিয়ে দেবার
ছন্দ আছে সেই বাতাসে—
পাহাড় নদী সাগর যখন
স্বপ্ন ছড়ায় এই জীবনে।
খুব ভালো লাগল। - জয়িতা
ReplyDeleteধন্যবাদ।
Deleteধন্যবাদ।
ReplyDeleteদীপ চিরকাল ভাল লাগার ছড়াকার। কবিও
ReplyDeleteধন্যবাদ সবাইকে।
Delete