প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দেবীর বিসর্জন | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিশ্ব প্রসাদ ঘোষ দেবীর বিসর্জন তুমি ...

Saturday, June 3, 2023

ছড়া | স্বপ্ন ছড়ায় এই জীবনে | দীপ মুখোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৮ম সংখ্যা/১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০

কবিতা
দীপ মুখোপাধ্যায়

স্বপ্ন ছড়ায় এই জীবনে


সে পাহাড় মেঘ ছুঁয়েছে
গাছপালাদের পাশ কাটিয়ে
পাথরের গভীর থেকে
গড়ালো ঝরনাধারা—
সাজানো চড়াই পথের
অচেনা ঘাসপাতারা
ডেকে নাও একলা আছি
মনখারাপের দুঃখ নিয়ে।
 
ও সাগর কোন সুদূরে
ঝাপসা তোমার প্রান্তসীমা
কেন যে ইচ্ছে ছড়াও
তবুও নিষেধ বাধা—
সমানে ঢেউ ভাঙে পাড়
দুরূহ গোলকধাঁধায়
এসো আজ সহজ করি
অক্ষরেখা আর দ্রাঘিমা।
 
যে নদী নীল জলপথ
ছড়িয়েছিল সংগোপনে
সেখানে অনন্তকাল
ঝড়তুফানে নৌকা ভাসে
কত কী মিলিয়ে দেবার
ছন্দ আছে সেই বাতাসে—
পাহাড় নদী সাগর যখন
স্বপ্ন ছড়ায় এই জীবনে।

5 comments:

  1. খুব ভালো লাগল। - জয়িতা

    ReplyDelete
  2. ধন্যবাদ।

    ReplyDelete
  3. দীপ চিরকাল ভাল লাগার ছড়াকার। কবিও

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ সবাইকে।

      Delete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)