বাতায়ন/গল্পাণু/১ম
বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০
গল্পাণু
অমলেশ কুমার ঘোষ
শ্রাবণ সন্ধ্যা
মায়ের কথায় অফিস ছুটি
নিয়ে বাগানবাড়ির তদারকিতে অনিকেত। তিনদিনের টানা বৃষ্টি, হাঁটুজল। শ্রাবণের
বৃষ্টি-ঝরা নির্জন সন্ধ্যায় ঘাসের লনে হঠাৎ ভিজতে নেমে পড়া, মন চলে
যায় দূরে…
রিমঝিম বৃষ্টিতে কাঁচালঙ্কা চপ-মুড়ি, গরমজলে স্নান, সন্ধ্যায় চাদর জড়িয়ে
আলাদা আমেজ। মনে স্পষ্ট সেই বিকেল…
অতসীর হাপুস নয়নে কান্না…
বাড়ির হুকুমে অগ্রসেন পরিবারের ছেলের সঙ্গে বিয়ে… এতদিনের প্রেমের শেষ পরিণতি!
পলাশকাকু ছাতা হাতে হন্তদন্ত।
জোরালো আলোগুলো জ্বালালো রান্নার ঠাকুর অভি। আনন্দে মেতে ভেজার পর ঘরের ভিতরে তিনজনে। পলাশকাকু চাদরটা টেনে
বলছে— ছোটবাবু, আরেক সপ্তাহ থাকো, শ্রাবণের আনন্দ আলাদা।
সমাপ্ত
No comments:
Post a Comment