বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
রতনলাল আচার্য্য
তুলে ধরো প্রাণপণে নৈবেদ্যের থালা...
দুর্বিনীত আহাজারিরা রুদ্রযজ্ঞে উৎসর্গ করেনি একটাও লালজবা
নিদেনপক্ষে সূর্যালোকের প্রহরীরাও ডুবে গেছে গাঢ় তমসার জালে
আগুনের লেলিহান শিখা এখন জ্বালা ধরায় না পতঙ্গপরাগী ভ্রমরের গৈরিক মনে
অজানা শিহরণে বিবর ছেড়ে
পালাতে চায় বাস্তুভিটার সাপ!
কালকে নিথর করে দেয় রমণক্লান্ত একজোড়া রাজহাঁস!
ওদের চোখেও তৃপ্তির সাধ নেই মননে বৈরাগ্য নিরন্তর…
জীবন পাঠশালায় এবার নেবে ওরা বানপ্রস্থের পাঠ।
নিদেনপক্ষে সূর্যালোকের প্রহরীরাও ডুবে গেছে গাঢ় তমসার জালে
আগুনের লেলিহান শিখা এখন জ্বালা ধরায় না পতঙ্গপরাগী ভ্রমরের গৈরিক মনে
কালকে নিথর করে দেয় রমণক্লান্ত একজোড়া রাজহাঁস!
ওদের চোখেও তৃপ্তির সাধ নেই মননে বৈরাগ্য নিরন্তর…
জীবন পাঠশালায় এবার নেবে ওরা বানপ্রস্থের পাঠ।
No comments:
Post a Comment