বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
রঞ্জন চক্রবর্তী
একটি শালিখ এসে বসেছিল
একটি শালিখ
এসে বসেছিল বারান্দার টাঙানো তারে
যাতে জামা-কাপড় মেলা হয় রোজ
দৃশ্যত সে পর্যবেক্ষক
অথবা আহার্য বস্তুর সন্ধানে তার তীক্ষ্ণ নজর বাইরের এক ফালি ঘাসে ঢাকা জমির দিকে
কেন-না প্রজাতিটি জৈবনিক কারণেই পতঙ্গভুক
যাতে জামা-কাপড় মেলা হয় রোজ
দৃশ্যত সে পর্যবেক্ষক
অথবা আহার্য বস্তুর সন্ধানে তার তীক্ষ্ণ নজর বাইরের এক ফালি ঘাসে ঢাকা জমির দিকে
কেন-না প্রজাতিটি জৈবনিক কারণেই পতঙ্গভুক
উষ্ণতা হয়তো-বা
একটু বাড়ল বুঝি
তবে স্থিতাবস্থা বজায় ছিল
তা সত্ত্বেও সঙ্গীহীন পাখিটি উড়ে গিয়ে বসল অনতিদূরে জাম গাছের ডালে
সেখানেও অবশ্য স্থির নয়
তারপর আবার ডানা মেলে উড়ে গেল
জানি না কোথায়
যেমন জানি না শালিখের মনে রাখার ক্ষমতা কেমন
তবে স্থিতাবস্থা বজায় ছিল
তা সত্ত্বেও সঙ্গীহীন পাখিটি উড়ে গিয়ে বসল অনতিদূরে জাম গাছের ডালে
সেখানেও অবশ্য স্থির নয়
তারপর আবার ডানা মেলে উড়ে গেল
জানি না কোথায়
যেমন জানি না শালিখের মনে রাখার ক্ষমতা কেমন
খুব ভালো কবিতা।
ReplyDeleteখুব ভাল লাগল
ReplyDelete