বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | কবিতা
সৈয়দ হাসমত জালাল
আজও প্রেম
শরৎমেঘের মতো জমে ছিল অভিমান
একটু ছুঁয়ে দিতেই ঝরে পড়ল কয়েক ফোঁটা বৃষ্টি
পাতার ফাঁকে ঝরঝরিয়ে উঠল লঘু বাতাসেরা
আর কথার ভেতর ঝিকমিক করে উঠল
অবেলার সোনালি রোদ্দুর
এতদিন ভুলে ছিলে, দু'মাস, দু'বছর নাকি দুটি শতাব্দী
একটু ছুঁয়ে দিতেই ঝরে পড়ল কয়েক ফোঁটা বৃষ্টি
পাতার ফাঁকে ঝরঝরিয়ে উঠল লঘু বাতাসেরা
আর কথার ভেতর ঝিকমিক করে উঠল
অবেলার সোনালি রোদ্দুর
এতদিন ভুলে ছিলে, দু'মাস, দু'বছর নাকি দুটি শতাব্দী
এ কি প্রকৃতই ভুলে থাকা—
কতদিন ঘুরেছি দূর-দূরান্তরে, নদীতীরে একলা নির্জন পথ
শ্মশানের নৈঃশব্দ্যের পাশে শ্রাবণগোধূলি
খসে-পড়া পাখির পালক আর আগুনের শিখা
মাঝরাতে পুড়ে গেছে বিবর্ণ স্মৃতিপট
ভোরের আকাশে উড়েছে ছাই
কতদিন ঘুরেছি দূর-দূরান্তরে, নদীতীরে একলা নির্জন পথ
শ্মশানের নৈঃশব্দ্যের পাশে শ্রাবণগোধূলি
খসে-পড়া পাখির পালক আর আগুনের শিখা
মাঝরাতে পুড়ে গেছে বিবর্ণ স্মৃতিপট
ভোরের আকাশে উড়েছে ছাই
তবু জানি, আজও প্রেম রয়ে গেছে সমস্ত মৃত্যুকে
প্রতিহত ক'রে
যেমন পাহাড়-ভ্রমণের টান, যেমন সমুদ্রের ঝাউবন
যেমন শরতের ধানক্ষেত ছুঁয়েছে দিগন্ত
আর দুটি শতাব্দী পেরিয়ে আসা
মৃত এক সভ্যতার পথে
আমরাও মুখোমুখি দাঁড়িয়েছি এসে অবেলায়
প্রতিহত ক'রে
যেমন পাহাড়-ভ্রমণের টান, যেমন সমুদ্রের ঝাউবন
যেমন শরতের ধানক্ষেত ছুঁয়েছে দিগন্ত
আর দুটি শতাব্দী পেরিয়ে আসা
মৃত এক সভ্যতার পথে
আমরাও মুখোমুখি দাঁড়িয়েছি এসে অবেলায়
কুবোপাখি ডাকছে কোথাও, ভেসে আসছে তার
'কুব-কুব' ডাক
'কুব-কুব' ডাক
No comments:
Post a Comment