প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ছেলেখেলা | নজর উল ইসলাম

বাতায়ন /কবিতা /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা নজর উল ইসলাম   ছেলেখেলা   পৃ...

Tuesday, October 3, 2023

শারদ | জিরো | সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

জিরো


একলা হবার পিছের কারণ ভাবতে হবে নিত্য,
নয়তো বিকল হলে হতেও পারে সঙ্গহীনের চিত্ত!
সবার মাঝে থেকেও তুমি সত্যিকাৱেৱ নিঃস্ব,
এই অনুভব উড়ছে মেঘে, জানছে গোটা বিশ্ব।

একলা একলা খেলা এখন গোষ্ঠী, দল ও সঙ্ঘে,
একলা চলা দায় বুঝেছ, তাই থাকতে হবে সঙ্গে!
তাক করছ পড়শিজনে, আর বলছ- অপোগণ্ড,
আপন-পর ভাবার ভুলে, আবার করছ খণ্ড খণ্ড!
 
একলা কি আর যায় গো বাঁচা, আখেরটুকু ছাড়া,
গোছানো আর যায় না কিছু, শিকড়ে দাও নাড়া!
ভাবছ নিজে মস্ত হনু, আর আমজনতার হিরো,
আসলে তুমি একলা এখন, সত্যিকারের জিরো!

1 comment:

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)