প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মাতৃত্ব | অর্পিতা সাহা

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প অর্পিতা সাহা   মাতৃত্ব ...

Friday, October 27, 2023

না পাঠানো চিরকুট | অপর্ণা শীল ভট্টাচার্য

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
অপর্ণা শীল ভট্টাচার্য

না পাঠানো চিরকুট


তোকে ঘিরেই বাড়ছে মনের ইচ্ছেগুলো,
গানের কথা সুরের আকাশ ছুঁতে পেলো।
হাত ধরে তোর সাথে পথ হাঁটব ঠিক…
তুই যে আমার এককেবারেই মনমাফিক।

ঝড় যদি কাল উড়িয়ে নেয় মনের রং,
চাইব তবে আকাশ থেকেই ধার বরং।
পথের বাঁকে হারায় যদি ইচ্ছে দল,
নতুন পাতা ফের দেবে না? তুই ই বল...
 
বৃষ্টি যদি তেড়ে আসে জোরকদম...
দুজন মিলে মনের সুখে ভিজব বেদম।
ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়ে হাসব খুব,
মেঘপাহাড়ে, সুখসাগরে দেবই ডুব।
 
ভাসতে ভাসতে উঠবো গিয়ে অচিনপুর,
গাছের ছায়ায় পর্ণকুটির, বাঁশির সুর।
গোটা জীবন দুঃখসুখে এলোমেলো,
নাই বা হল প্রথামাফিক, বয়েই গেলো।
 
সাড়া পেলেই হাতটা ধরে দেব ছুট,
তোর জন্যেই রাখা আছে…
না পাঠানো চিরকুট।

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)