প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

হাহাকার নিয়ে দিব‍্যি বেঁচে আছি | আবদুস সালাম

বাতায়ন /কবিতা /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা আবদুস সালাম   হাহাকার নিয়ে ...

Thursday, October 26, 2023

কানের বিষ | পিন্টু কর্মকার

বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

গল্পাণু
পিন্টু কর্মকার

কানের বিষ


কাউকে কাঁদাতে পারলে, আশেপাশে কেউ কেউ খুশির হাওয়ায় গ্যাস বেলুনের মতো উড়তে থাকে। হিনাথের বউকে রাস্তায় হেঁটে যেতে দেখে পাড়ার এক ফুৎকারীর মনে শয়তান সাপটা কিলবিল করে ওঠে। সে গলায় ভাবের ভারে বলে,
-এই বউটা শোনো।

হিনাথের বউ কাছে গেলে, সে বলে,
-তুমি হিনাথের বউ! তুমি জানো না, ও একটা পাগল! তোমার বাবা-মা খোঁজ না নিয়েই তোমাকে ওর হাতে তুলে দিল! আমাদের পাড়ায় খোঁজ নিতে পারত!
সে কথাগুলো শুনে কিছু না বলেই চলে গেল। ফুৎকারী ভাবল,
-বিষ ঢাললাম! অ্যাকশন হবেই! হিনাথের কয়েকটা ভাল সম্পর্ক ভেঙে দিয়েছি আমরা, ও জানতেই পারেনি! ইশ! এইবার ভাঙতে পারলাম না!

সমাপ্ত

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)