প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Friday, October 27, 2023

মুঠো ফোন | নির্মল ভানু গুপ্ত

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
নির্মল ভানু গুপ্ত

মুঠো ফোন


দেখছ সবাই, কেমন ভাল আছি!
হোয়াটস্‌অ্যাপ আর আছি যে ফেসবুকে
গুড মর্নিং আর গুড নাইট-এ বাঁচি
আর সহাস্য মুখ প্রোফাইলে বেষ্ট লুকে।

অফিস গিয়ে কাজের ফাঁকে ফাঁকে
ফোন করি, চ্যাট করি একে-ওকে
যেতে যেতে রাস্তা-গলির বাঁকে
পথ চলে যায় ফোনেতে চোখ রেখে।
 
একটু আগে বউ মনিকার গলা
কোথায় আছ? কেন এত দেরি?
কঠিন ছিল, সত্যি কথা বলা!
এই তো, পথে, জ্যামে থেমে গাড়ি।
 
বাড়ি থেকে বেরিয়ে, গলির মুখে
ফোনে পাওনাদারের গলায় উৎকণ্ঠা
দেননি টাকা, কী করে আছেন সুখে?
রোমিং-এ আছি, বলে কেটে দিই ফোনটা।
 
পাশের বাড়ির রাখি না কোন খোঁজ
সারা বিশ্বের খবর নিয়ে চলি
হয় না কথা বাবা-মার সাথে রোজ
ইউটিউব আর গুগলের কথা-কলি।
 
বন্ধ হয়েছে চিঠিপত্তর লেখা
আর্চিসের কার্ড দেওয়া জন্মদিনে
ক্যামেরা, রেডিয়ো, কব্জিতে ঘড়ি দেখা
সব কেড়ে নেয়, সব কিছু, মুঠোফোনে।

1 comment:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)