বাতায়ন/শারদ/কবিতা/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | কবিতা
রুবি রায়
স্বপ্ননীল
তোমার ইতস্তত বোধের
দীর্ঘশ্বাসে
গৌরচন্দ্রিকা হারিয়েছে তার সুশীল চলন।
চোখের কোণে ধ্যানমগ্না
শ্রাবণী মেঘ যদি
সূচিপত্র অনুযায়ী ঝরতে পারত তবে
আমাদের পাড়ার লালু, আজ দুটি বিস্কুট বেশি পেত।
সুনিপুণ ইচ্ছার কোল
থেকে সরে এসে
বাটারস্কচ রঙা স্বপ্নে দেখি—
সপুষ্কক ভঙ্গিতে শেষ সময়কে আলিঙ্গন করার
ঝলসানো মুহূর্ত।
চারিদিক থেকে
বিদ্রোহীরা ধেয়ে আসছে
আর, তোমার সাদা রুমালে ঝরে যায় অযুত ঘরের প্রার্থনা।
গৌরচন্দ্রিকা হারিয়েছে তার সুশীল চলন।
সূচিপত্র অনুযায়ী ঝরতে পারত তবে
আমাদের পাড়ার লালু, আজ দুটি বিস্কুট বেশি পেত।
বাটারস্কচ রঙা স্বপ্নে দেখি—
সপুষ্কক ভঙ্গিতে শেষ সময়কে আলিঙ্গন করার
ঝলসানো মুহূর্ত।
আর, তোমার সাদা রুমালে ঝরে যায় অযুত ঘরের প্রার্থনা।
বাহ্। ভালো লেগেছে, কবি বন্ধু।
ReplyDeleteআমি নিজেও কবিতা লিখি লুকিয়ে চুরিয়ে। নিঃসঙ্গতার মধ্যে বেঁচে থাকতে কবিতাকে সাথী করেছি। মনে দাগ কাটে এমন কবিতা পড়ি, যেমন এটি। ভালো থাকবেন। যোগাযোগ রাখবেন।
ReplyDeleteঅসামান্য নিবেদন কবি। আপনাকে স্বাগত।
ReplyDelete