বাতায়ন/শারদ/গল্পাণু/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | গল্পাণু
শিবানী বাগচী
আমার চোখে দুর্গা পুজো
বাংলা শিক্ষকের ডাকে
পায়ে পায়ে মাথাটা নিচু করে সামনে এসে দাঁড়াল বিষ্ণুপদ মুর্মু ওরফে বিষ্ণু।
মাস্টারমশাই চিৎকার করে জানতে চাইলেন— খাতায় কী লিখতে বলেছি, আর কী লিখেছিস তুই?
"আমার চোখে দুর্গা পুজো" রচনায় কী লিখতে কী লিখেছিস রে হতচ্ছাড়া? শিউলি
ফুল, কাশ ফুল, আকাশে পেঁজা তুলোর মেঘ, ভালই তো লিখছিলি; কিন্তু দশমী দিয়ে পুজো
শুরু করেছিস কেন রে বিটকেল? ষষ্ঠী-সপ্তমী-অষ্টমী-নবমী গেল কোথায় তোর? সব ছেড়ে সোজা
দশমীতে চলে গেলি কেন রে হতভাগা?
মাথা নিচু রেখেই, আমতা
আমতা করে বিষ্ণু যা বলল তার মোদ্দা কথাটা এই যে— মিথ্যে তো বলিনি স্যার! দশমীর পর
বাপ ঢাক বাজিয়ে শহর থেকে ফিরলে নতুন জামাকাপড়, মায়ের নতুন শাড়ি, ভাল ভাল
খাবারদাবার পাই আমরা। তাই ওইদিন থেকেই তো আমাদের পুজো শুরু হয় মাস্টারমশাই! আপনি
বললেন, ''আমার চোখে দুর্গা পুজো" লিখতে। আমাদের পুজো তো প্যান্ডেলের ঠাকুর
বিসর্জনের পর বাপ বাড়িতে ফিরলে তবেই তো শুরু হয় মাস্টারমশাই!
শুনে চোখের জল আর আটকে রাখতে পারলেন না মাস্টারমশাই!
সমাপ্ত
No comments:
Post a Comment