প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মাতৃত্ব | অর্পিতা সাহা

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প অর্পিতা সাহা   মাতৃত্ব ...

Tuesday, October 3, 2023

শারদ | ষড়যন্ত্র | জনা বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
জনা বন্দ্যোপাধ্যায়

ষড়যন্ত্র


হৃদয়ের সমস্ত উষ্ণতা
নিয়ে সময় চলে যায়!
রেখে যায় কুয়াশার ধূসরতা!
 
তবু বেড়ে ওঠা চারাটি
সূর্যের স্নেহকণা আর
বৃষ্টির ভালবাসা মাখা শরীরে
সাজে পত্রালী আভরণে!
বাতাস কানে ছড়ায় মুক্তি মন্ত্র,
মননের দ্যুতি জ্বলে ওঠে
স্বর্গীয় শিখার মতো!
 
আর তখনই সমস্ত বোধশক্তি
নির্জীব করার ষড়যন্ত্রে মাতে
উড়ন্ত শকুনের দল!

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)