বাতায়ন/শারদ/কবিতা/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | কবিতা
জনা বন্দ্যোপাধ্যায়
ষড়যন্ত্র
হৃদয়ের সমস্ত উষ্ণতা
নিয়ে সময় চলে যায়!
রেখে যায় কুয়াশার ধূসরতা!
তবু বেড়ে ওঠা চারাটি
সূর্যের স্নেহকণা আর
বৃষ্টির ভালবাসা মাখা শরীরে
সাজে পত্রালী আভরণে!
বাতাস কানে ছড়ায় মুক্তি মন্ত্র,
মননের দ্যুতি জ্বলে ওঠে
স্বর্গীয় শিখার মতো!
আর তখনই সমস্ত বোধশক্তি
নির্জীব করার ষড়যন্ত্রে মাতে
উড়ন্ত শকুনের দল!
নিয়ে সময় চলে যায়!
রেখে যায় কুয়াশার ধূসরতা!
সূর্যের স্নেহকণা আর
বৃষ্টির ভালবাসা মাখা শরীরে
সাজে পত্রালী আভরণে!
বাতাস কানে ছড়ায় মুক্তি মন্ত্র,
মননের দ্যুতি জ্বলে ওঠে
স্বর্গীয় শিখার মতো!
নির্জীব করার ষড়যন্ত্রে মাতে
উড়ন্ত শকুনের দল!
No comments:
Post a Comment