বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন,
১৪৩০
শারদ
| কবিতা
লালন চাঁদ
হাওয়া
হাওয়ায় সুপ্রসন্ন আশ্বিন
শিশির স্নাত ঘাসে অনন্য স্মৃতির বসত
আসন্ন দিন
বুকের মাঝে অনন্ত দোলা। কিংবদন্তি হিল্লোল
কারা আসে
কারা যায়
কেবল আনাগোনা। গুণে রাখি কোকিল সুখ
হৃদয়ে তোলপাড়
কথার ভুবন জুড়ে রঙবেরঙের খেয়াল। ইতিহাস
সব স্বপ্ন বিছানো নদী
জল টুপটাপ
গোধূলির আকাশ। পাখিদের নীড়ে ফেরার আহ্বান
অশোক নগর। উড়ো খৈ
দিন আসে
রাত আসে
শরতের পাতায় ছুঁয়ে যায় পা। অক্লান্তির দিনলিপি।
শিশির স্নাত ঘাসে অনন্য স্মৃতির বসত
আসন্ন দিন
বুকের মাঝে অনন্ত দোলা। কিংবদন্তি হিল্লোল
কারা যায়
কেবল আনাগোনা। গুণে রাখি কোকিল সুখ
কথার ভুবন জুড়ে রঙবেরঙের খেয়াল। ইতিহাস
জল টুপটাপ
গোধূলির আকাশ। পাখিদের নীড়ে ফেরার আহ্বান
অশোক নগর। উড়ো খৈ
রাত আসে
শরতের পাতায় ছুঁয়ে যায় পা। অক্লান্তির দিনলিপি।
No comments:
Post a Comment