প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ঝড় | টিকে থাকার সাধনা

বাতায়ন /ঝড়/ সম্পাদকীয়/ ৩ য় বর্ষ/ ১ ম সংখ্যা/ ১লা বৈশাখ,   ১৪৩ ২ ঝড় | সম্পাদকীয় টিকে থাকার সাধনা "প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন...

Saturday, August 31, 2024

বরষা | এক বর্ষাদিন ও রবীন্দ্রনাথ | জয়ন্ত চট্টোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

জয়ন্ত চট্টোপাধ্যায়

এক বর্ষাদিন ও রবীন্দ্রনাথ


শুরুর আগে এমন গল্পের সমাবেশ, বনতল, দূরনিকুঞ্জ, ধারাপাত
অভিসার, অভিসারিকা, দাদুরিনিনাদ, চাপা নিক্কন
সন্ধ্যার চেয়ে চাপা দুপুরের রং
 
সেই মায়াময় রাবীন্দ্রিক আলো লেগে যায়
কারও মোহন চোখে
একরাশ মুগ্ধতা রেখে বাতাসে আসা-যাওয়া দায়িত্বের ভারে
ঝমঝম কাহারবার বোলে শিষ্য হয়ে বসে থাকি যাঁর
তিনি রবীন্দ্রনাথ। গুরু ও সখা।
এই ঘন অন্ধকার দিনে চোখ মেলে অভিসার পদ
বর্ষার প্রতিকূল পথ পিছল থেকে পিছলতর হয়
অভিসারিকা ঝেড়ে ফেলে যাবতীয় বাধাভার
দুর্দম বায়ু বেয়ে কানে বাজে চাপা রিনঝিন
দুপুরের মায়া জেগে অপরাহ্ণ মেঘে,
মাখে কিছু আগুনের তাপ
সংশয় কেটে যায় রাবীন্দ্রিক পদে, বকুলমুকুল গাঁথা
অঙ্গনে মেঘমল্লার রাগে বাজে মিলনবাঁশরি
পাখিরা দিনের কাজ সেরে
দু-দণ্ড উৎসুক প্রাণে সব দেখে নেয়, শুনে নেয়
ঘোরা রজনীতে দিকললনারা ভয়বিহ্বলা স্থির
কদম্বের গন্ধে মগ্ন কবির দু-চোখে তৃপ্তির আলস্য
তৃপ্ত দু-চোখে দেখি আর বুঝি কবির আশিসকণিকাগুলি
ধূপের গন্ধে মিশে বর্ষাকে প্রাণিত করে অবিরাম...
 

No comments:

Post a Comment

১৪৩২-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)