বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
তাপসী লাহা
কুলিকে বর্ষা
নিসর্গের রূপকমাখা
তীব্র তাড়নায়
জল ছাপিয়ে দৃষ্টি
ঝাপসা হয়ে এলে বুঝি
কুলিকে বর্ষা আজ।
এ রূপ
করালহিয়া, মেঘনীল,
আকাশের পাড় নেমে মিশে যায় রহস্যের কুলিকে।
স্থিরবিস্ময়ে প্রত্যক্ষ করি কুলিকের বর্ষা,
ভরা বর্ষায় কুলিকের কৌলীন্য।
সঞ্জীবনী ধারণ করি অপার সৌন্দর্যের
ভয়াবহতার কাছে।
তীব্র তাড়নায়
ঝাপসা হয়ে এলে বুঝি
ভয়াবহতার কাছে।
No comments:
Post a Comment