বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
তাপস মাইতি
দর্পণ
এখন আগাম খবরের ভয়ে
একটি সাক্ষাৎ, মরতে বসেছে
মরমের কুঠিঘরে।
একটি সাক্ষাৎ, মরতে বসেছে
মরমের কুঠিঘরে।
জ্যোৎস্না ছড়িয়ে চাঁদ
ঘাসের বিছানার উপর খেলছে নৃত্য।
ঘাসের বিছানার উপর খেলছে নৃত্য।
কার ছায়া ওই— মারছে উঁকি
কলাবনের ধারটায়?
সে কি তবে কালকেরই আমার
সেই প্রিয় সাথী একজন?
কলাবনের ধারটায়?
সে কি তবে কালকেরই আমার
সেই প্রিয় সাথী একজন?
No comments:
Post a Comment