বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
তৈমুর খান
রাতের খেলা
ছায়ার বাঁশি বেজে উঠলে পোশাক খোলে রাত রাতের কাছে শুয়ে থাকি
রাতের খাই ভাত
আগুন এসে চেয়ে দ্যাখে, লোভ দেখায়, ডাকে মাঝে মাঝে পুড়ে যাই, পোড়াই দুই হাত
আগুন এসে চেয়ে দ্যাখে, লোভ দেখায়, ডাকে মাঝে মাঝে পুড়ে যাই, পোড়াই দুই হাত
ও বিশ্বাস, কাকে ছোঁব?
চোখ বেঁধে দাও, বাঁধো তবে চোখ—
খেলা শুরু হোক…
চোখ বেঁধে দাও, বাঁধো তবে চোখ—
খেলা শুরু হোক…
No comments:
Post a Comment