বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
দীপক বেরা
রাসলীলা
কত পূর্ণিমা
ভেসে গেছে— আমাদের
অজস্র আকাশে
প্রতিটি অন্তিম লগ্নে পুনর্জাত আকাঙ্ক্ষারা
দাঁড়িয়ে ছিল অনির্দেশ্য স্পর্শের আবেগে
অজস্র আকাশে
প্রতিটি অন্তিম লগ্নে পুনর্জাত আকাঙ্ক্ষারা
দাঁড়িয়ে ছিল অনির্দেশ্য স্পর্শের আবেগে
কত সৌন্দর্যের
রূপছায়া শুয়ে আছে
আহত জলের বুকে সংদাহে আচ্ছন্ন নীলে
আজ রাস পূর্ণিমায় সেজে উঠেছে
বিশাল রাস উৎসবের মঞ্চ
হেমন্তশেষের আঁচলে ঝাঁপান জুড়েছে
গোপী সাজে মেয়েদের চুড়ির আওয়াজ
নূপুরের নিক্কণ, অন্যমনস্ক অভিসার
সমস্ত গৃহের দুয়ারের অর্গল খোলা আছে
প্রাণপ্রিয়সখা কানহাইয়ার আগমন কামনায়
বাঁশি বাজে তার অনন্ত মূর্ছনায়...
'অনঙ্গ বর্দ্ধনম'... রূপসাগরে অরূপরতন
কে তাকে বুক পেতে আগে দেবে প্রেম
কে আগে দেবে জাফরান খোয়াইশ
রাসলীলার মঞ্চ থেকে দূর আকাশের
সুগোল চাঁদে যেন আজ কুমকুমের রক্তরাগ
খিদের
অন্বেষণ সেরে পরিযায়ীরা ঘরে ফিরছে
রাস পূর্ণিমায় অলৌকিক জ্যোৎস্নার আলো
ছড়িয়ে পড়েছে বাঁশবাগান পেরিয়ে
পুবের মসজিদের গায়ে—আর পশ্চিমের
গির্জার চূড়ায়...
আহত জলের বুকে সংদাহে আচ্ছন্ন নীলে
আজ রাস পূর্ণিমায় সেজে উঠেছে
বিশাল রাস উৎসবের মঞ্চ
হেমন্তশেষের আঁচলে ঝাঁপান জুড়েছে
গোপী সাজে মেয়েদের চুড়ির আওয়াজ
নূপুরের নিক্কণ, অন্যমনস্ক অভিসার
সমস্ত গৃহের দুয়ারের অর্গল খোলা আছে
প্রাণপ্রিয়সখা কানহাইয়ার আগমন কামনায়
বাঁশি বাজে তার অনন্ত মূর্ছনায়...
'অনঙ্গ বর্দ্ধনম'... রূপসাগরে অরূপরতন
কে তাকে বুক পেতে আগে দেবে প্রেম
কে আগে দেবে জাফরান খোয়াইশ
রাসলীলার মঞ্চ থেকে দূর আকাশের
সুগোল চাঁদে যেন আজ কুমকুমের রক্তরাগ
রাস পূর্ণিমায় অলৌকিক জ্যোৎস্নার আলো
ছড়িয়ে পড়েছে বাঁশবাগান পেরিয়ে
পুবের মসজিদের গায়ে—আর পশ্চিমের
গির্জার চূড়ায়...
No comments:
Post a Comment