বাতায়ন/প্রেমের
Rush-লীলা/গল্পাণু/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | গল্পাণু
কবিতা
সামন্ত
রাসলীলা
"দুটো পাখি সংসার পেতেছে। তাদের নতুন অতিথি আসতে চলেছে। কদিন পরেই শ্রীকৃষ্ণের রাসলীলার উৎসব পালন হবে ইসকনের প্রতিটি কোণায়। জীবনটা কি রাসলীলার থেকে অন্য কিছু!"
চোখে জল চলে এলো নীলুর। হঠাৎ করেই এক নবাগত পাখি ঠোঁটে করে কিছুটা রোদ ধার
দিয়ে গেলে নতুন করে ভাবতে ইচ্ছে করে। সেই কবেই সবকিছু ত্যাগ করে নিজেকে
বৈষ্ণবতত্ত্বে ঢালার চেষ্টা করছে। জীবনে আর কীই-বা পাওয়ার আছে!
মাধব প্রভুর
কথা শুনতে বড্ড মন করে। নাহ্ এখানে জীবনের সার বুঝতে এসেছে। মায়া কাটিয়ে চলে এসেছে।
জানালার গায়ে দেবতার উদ্দেশ্যে যে ফুলগাছটি সেটাতে দুটো পাখি সংসার পেতেছে। তাদের নতুন অতিথি আসতে চলেছে। কদিন পরেই শ্রীকৃষ্ণের রাসলীলার উৎসব পালন হবে ইসকনের প্রতিটি কোণায়। জীবনটা কি রাসলীলার থেকে অন্য কিছু!
নীলু মাধব
প্রভুর রাসলীলা কথায় বিভোর হয়ে গেলে নিজেকে রাধারাণীর জায়গায় দাঁড় করিয়ে দেয় ।
জানালার গায়ে দেবতার উদ্দেশ্যে যে ফুলগাছটি সেটাতে দুটো পাখি সংসার পেতেছে। তাদের নতুন অতিথি আসতে চলেছে। কদিন পরেই শ্রীকৃষ্ণের রাসলীলার উৎসব পালন হবে ইসকনের প্রতিটি কোণায়। জীবনটা কি রাসলীলার থেকে অন্য কিছু!
সমাপ্ত
খুব সুন্দর
ReplyDeleteসুন্দর
ReplyDelete