বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
পরাণ মাঝি
এই পথ তো চলে গেছে
মাসি, চলো এবার
হেঁটে আসি; ঘুম
তো মৃত্যুর সমান
আবার অমৃতফল তাও জানি
তবু চলো — জেগে জেগে অমল কুয়াশার চাদর সরিয়ে ঈশ্বরের প্রসাদ হিমানি মাখি
ভোরের হাঁটা
করে দেয় সব অ-সুখকে টাটা
বাঁটার বাঁটা তস্য বাঁটা; জীবন জুড়ে কেবলই হাঁটা
ও মা-সি
ভোর তো হ'য়ে এলো, এবার চলো — হেঁটে হেঁটে রাধা-কৃষ্ণ নামে ভাসি
না - না, আর নয় গড়িমসি
চলো, আমার হাত ধরে নিয়ে হাঁটতে হাঁটতে শাপলা রঙে হাসি
মা- সি, ও মা- সি
চলো এবার হেঁটে আসি —
এই পথ তো চলে গেছে হয় বৃন্দাবন না হয় কাশী
রাধে, রাধে!
চলো মন বৃন্দাবন; হরেকৃষ্ণ সেধে সেধে...
তবু চলো — জেগে জেগে অমল কুয়াশার চাদর সরিয়ে ঈশ্বরের প্রসাদ হিমানি মাখি
বাঁটার বাঁটা তস্য বাঁটা; জীবন জুড়ে কেবলই হাঁটা
ভোর তো হ'য়ে এলো, এবার চলো — হেঁটে হেঁটে রাধা-কৃষ্ণ নামে ভাসি
না - না, আর নয় গড়িমসি
চলো, আমার হাত ধরে নিয়ে হাঁটতে হাঁটতে শাপলা রঙে হাসি
চলো এবার হেঁটে আসি —
এই পথ তো চলে গেছে হয় বৃন্দাবন না হয় কাশী
রাধে, রাধে!
চলো মন বৃন্দাবন; হরেকৃষ্ণ সেধে সেধে...
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই !
ReplyDeleteসুন্দর
ReplyDeleteঅনু সব সময় ভালো।জীবন একটি অনু গল্প। নিজেকে চেনার আগে থেকেই সমাপ্ত।
ReplyDeleteভাল লেখা।
ReplyDeleteদারুণ সুন্দর
ReplyDelete"বাঁটার বাঁটা তস্য বাঁটা জীবন জুড়ে কেবলই হাঁটা"
ReplyDeleteঅসাধারণ কবি অসাধারণ।