বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতাণু/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতাণু
জীবন সরখেল
প্রেম ও অন্যান্য
প্রেম
সংযত
পরিমিতিবোধ ক্রমে ভাব ভাবনা আচার ব্যবহারেও সঞ্চারিত হতে থাকে...
কেবল উজাড় করে সব দেওয়ার মন্ত্র যেন বেশ জাঁকিয়েই বসে হৃদয়ে!
উদারতায় সবুজ ঘাসের বুকেও জাগে শিহরণ
তন্ত্রীতে জেগে ওঠা রঙিন সুরের ছোঁয়ায় সমস্ত কিছুই একে একে হয়ে ওঠে বর্ণময়।
ভ্রান্তিবিলাস
দেহজ
সুখোৎসার জোয়ারে বাড়ে কেবল ভ্রান্তি
তীব্র ভোগবাসনার অন্ধগলি থেকে বেরিয়ে আসার পথ সহজে পাওয়া যায় না!
পূর্বরাগ অনুরাগ অভিসার মিলন বিরহে উৎপ্রেক্ষাহীন কেবল দেহজ উৎকট গন্ধ ভাসে!
সংখ্যা ও রাশির অবিরাম চক্রে বাড়ে কেবল কষ্ট দেওয়া-নেওয়ার খেলা!
প্রেমসূত্র
সহজাত বাউল
বাতাসে খুলতে থাকে জটিল যত জট
প্রাণের আরামে ডানা মেলে প্রকৃত সুখপাখি;
স্বেচ্ছায়
ধরা দিতে ছুটে আসে অস্থির সম্পর্ক হরিণ!
তবে তীব্র তুষার-মরুঝড়ও ঠিক বিনত হতে জানে কেবল প্রেমেরই কাছে।
অপরিহার্য
প্রেম
পরিণত
প্রেমপ্রজ্ঞায় বারেবারে বদলে যায় পৃথিবীর ইতিহাস...
পার্থিব অর্থ ধনসম্পদ থেকে অপার্থিব ক্রমোন্নতির পর্যায়ে বদলে যায় যেন সংজ্ঞাও!
শান্ত দাস্য সখ্য মধুর গোপীভাবেই নয়; মাতৃভাবেও তথাকথিত পথ মত ও
প্রথাগত সঙ্কীর্ণতার যত বেড়াজাল শেষে নিস্বার্থ ত্যাগ সেবা প্রেম মুক্তি মানবতার অমৃতধারাতেই রূপান্তরিত হয়।
জন্ম মৃত্যু বিচ্ছেদ বিরহ মিলন তখন সবই যেন হয়ে যায় আপেক্ষিক!
কেবল উজাড় করে সব দেওয়ার মন্ত্র যেন বেশ জাঁকিয়েই বসে হৃদয়ে!
উদারতায় সবুজ ঘাসের বুকেও জাগে শিহরণ
তন্ত্রীতে জেগে ওঠা রঙিন সুরের ছোঁয়ায় সমস্ত কিছুই একে একে হয়ে ওঠে বর্ণময়।
তীব্র ভোগবাসনার অন্ধগলি থেকে বেরিয়ে আসার পথ সহজে পাওয়া যায় না!
পূর্বরাগ অনুরাগ অভিসার মিলন বিরহে উৎপ্রেক্ষাহীন কেবল দেহজ উৎকট গন্ধ ভাসে!
সংখ্যা ও রাশির অবিরাম চক্রে বাড়ে কেবল কষ্ট দেওয়া-নেওয়ার খেলা!
প্রাণের আরামে ডানা মেলে প্রকৃত সুখপাখি;
তবে তীব্র তুষার-মরুঝড়ও ঠিক বিনত হতে জানে কেবল প্রেমেরই কাছে।
পার্থিব অর্থ ধনসম্পদ থেকে অপার্থিব ক্রমোন্নতির পর্যায়ে বদলে যায় যেন সংজ্ঞাও!
শান্ত দাস্য সখ্য মধুর গোপীভাবেই নয়; মাতৃভাবেও তথাকথিত পথ মত ও
প্রথাগত সঙ্কীর্ণতার যত বেড়াজাল শেষে নিস্বার্থ ত্যাগ সেবা প্রেম মুক্তি মানবতার অমৃতধারাতেই রূপান্তরিত হয়।
জন্ম মৃত্যু বিচ্ছেদ বিরহ মিলন তখন সবই যেন হয়ে যায় আপেক্ষিক!
No comments:
Post a Comment