বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতাগুচ্ছ
কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | পাতা পড়ে, পাতা কেন পড়ে!
কবি
রত্নেশ্বর হাজরা
পাতা পড়ে, পাতা কেন পড়ে!
পাতা পড়ে
উচ্ছিষ্টের মধ্যে পড়ে আঁস্তাকুড়ে পড়ে
পরিচ্ছন্নতারও মধ্যে জন্মের সম্পর্ক ছিঁড়ে পাতা
দিনে পড়ে- শুনশান রাত্তিরেও পড়ে।
জীবিত প্রাণীর খুব কাছে পড়ে পাতা
পাথরের বুক জুড়ে পড়ে থাকে পাতা—
প্রত্যেক মুহূর্তে পাতা পড়ে
কিশোরের হাত থেকে কেটে যাওয়া ঘুড়ির মতন
দুঃখ হয়ে টাল খেয়ে পড়ে।
তখন অনেকে
জেগে থাকে—এবং অনেকে
ঘুমের একদম কাছে গিয়ে একটু শোয়—
কোথাও মৃত্যুর বাড়ি থেকে
আঁতুড়ঘরের গন্ধ রহস্যের মতো উঠে আসে
বহু জটিলতা আর মীমাংসারও দেখা হয়ে যায়
মুখোমুখি—
তবু শব্দে—
শব্দহীনতায়ও পাতা পড়ে। আর
বালকের মধ্যে বসে পিতার মতন কেউ প্রশ্ন করে—
পাতা সহজ সম্পর্ক ছিঁড়ে পড়ে
আয়ুর সম্পর্ক ছিঁড়ে পাতা কেন পড়ে!
উচ্ছিষ্টের মধ্যে পড়ে আঁস্তাকুড়ে পড়ে
পরিচ্ছন্নতারও মধ্যে জন্মের সম্পর্ক ছিঁড়ে পাতা
দিনে পড়ে- শুনশান রাত্তিরেও পড়ে।
জীবিত প্রাণীর খুব কাছে পড়ে পাতা
পাথরের বুক জুড়ে পড়ে থাকে পাতা—
প্রত্যেক মুহূর্তে পাতা পড়ে
কিশোরের হাত থেকে কেটে যাওয়া ঘুড়ির মতন
দুঃখ হয়ে টাল খেয়ে পড়ে।
ঘুমের একদম কাছে গিয়ে একটু শোয়—
কোথাও মৃত্যুর বাড়ি থেকে
আঁতুড়ঘরের গন্ধ রহস্যের মতো উঠে আসে
বহু জটিলতা আর মীমাংসারও দেখা হয়ে যায়
মুখোমুখি—
তবু শব্দে—
শব্দহীনতায়ও পাতা পড়ে। আর
বালকের মধ্যে বসে পিতার মতন কেউ প্রশ্ন করে—
পাতা সহজ সম্পর্ক ছিঁড়ে পড়ে
আয়ুর সম্পর্ক ছিঁড়ে পাতা কেন পড়ে!
No comments:
Post a Comment