বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
তাপস মাইতি
জ্বলা
লোহার মতো পুড়ি চারপাশ।
আমি আরও জ্বলি
শাড়িতে, ওড়নায়
আর খোঁপার বিনুনিতে
শাড়িতে, ওড়নায়
আর খোঁপার বিনুনিতে
জ্বলতে জ্বলতে উড়ি
ধুলোর মতো
ধুলোর মতো
তবু হৃদয় স্পর্শ করতে পারি না!
No comments:
Post a Comment