বাতায়ন/রং/গল্পাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং
| গল্পাণু
অর্পিতা দাস
রংমিলান্তি
"কুহেলিকে আসতে দেখে ঋষি ছুটে এসে- আমি জানতাম তুই আসবি। ঋষির হাতে থাকা পলাশ ফুল কুহেলির খোঁপায় গুঁজে দিয়ে- বসন্তের রং-এ কেমন রাঙিয়ে দিলাম।"
বাইরে লম্বা
লাইন পড়েছে। হোলিতে দু'দিন
ব্যাংক বন্ধ থাকবে তাই। কুহেলি মোবাইলে একবার চোখ বুলিয়ে নেয়।
ঋষি আগাম শুভেচ্ছা পাঠিয়েছে দোলের। তারই নীচে লেখা, "কাল
রিইউনিয়ন, এলে
ভাল লাগবে।"
মোবাইল বন্ধ
করে কুহেলি কাউন্টারে বসে। কাজের চাপে আর কিছু মনে ছিল না। বেরোতে বেরোতে সাতটা। পরের দিন
হলদে শাড়ি পরে
ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেয় কুহেলি। সেখানে পৌঁছাতেই অনুভব করে এক অদ্ভুত
মাদকতা।
পুরোনো অনেক স্মৃতিই জীবন্ত হয়ে উঁকি দিচ্ছে মনের কোণে। কুহেলিকে আসতে
দেখে ঋষি ছুটে এসে, "আমি
জানতাম তুই আসবি।" ঋষির হাতে থাকা পলাশ ফুল কুহেলির খোঁপায় গুঁজে দিয়ে, "বসন্তের
রং-এ কেমন রাঙিয়ে দিলাম।"
কুহেলি
মুগ্ধ নয়নে ঋষির পানে।
সমাপ্ত
No comments:
Post a Comment