বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | কবি ও তাঁর সমাধি
তুষার রায়
কবি
ও তাঁর সমাধি
সেই কবি শুয়ে আছে এইখানে
তিনটি বুলেট নিয়ে শুয়ে, আছে এইখানে...।
সেই কবি মিছিলের ঠিক পুরোভাগে ছিলো
তিনটি বুলেট তাকে শুইয়ে রাখেনি জেনো,
ভ্যালেরি-র মতন ফিরেছে সেই
কবি; ফিরে এসে
তিনটি বুলেটে ঠিক মৃত্যুকে কিনে শুয়ে আছে।
সেই কবি শুয়ে আছে এইখানে
তার সেনোটাফ-এ ঝরে বসন্তের ফুল, কিছু বর্ষার জল
অবিরল শ্যাওলা সবুজ হয়ে ঢেকে দেবে,
তার আত্মার রস নিয়ে গজাবে
ব্যাঙের ছাতা
মন্দির গড়বে না, যাবে না সেখানে কেউ
সেখানে নিঃসঙ্গ তিনি শুয়ে থাকবেন
জ্যোৎস্নার সুরভিত হাওয়া বয়ে গেলে পর
শবাধারে লম্বা হবে ফার্ণের ছায়া
এইটুকু নিয়ে, ব্যাস্ খুব খুশি হয়ে
জ্যোৎস্নার ফুল আর শ্যাওলায় দেখো
ভারী শান্ত ঘুমোবেন কেননা বিনিদ্র তিনি বহুকাল।
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | কবি ও তাঁর সমাধি
তুষার রায়
তিনটি বুলেট নিয়ে শুয়ে, আছে এইখানে...।
সেই কবি মিছিলের ঠিক পুরোভাগে ছিলো
তিনটি বুলেট তাকে শুইয়ে রাখেনি জেনো,
তিনটি বুলেটে ঠিক মৃত্যুকে কিনে শুয়ে আছে।
তার সেনোটাফ-এ ঝরে বসন্তের ফুল, কিছু বর্ষার জল
অবিরল শ্যাওলা সবুজ হয়ে ঢেকে দেবে,
মন্দির গড়বে না, যাবে না সেখানে কেউ
সেখানে নিঃসঙ্গ তিনি শুয়ে থাকবেন
জ্যোৎস্নার সুরভিত হাওয়া বয়ে গেলে পর
শবাধারে লম্বা হবে ফার্ণের ছায়া
জ্যোৎস্নার ফুল আর শ্যাওলায় দেখো
ভারী শান্ত ঘুমোবেন কেননা বিনিদ্র তিনি বহুকাল।
No comments:
Post a Comment