বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
পরাণ মাঝি
সংযম
রাখালিয়া
সুর সাধতে পারলে অন্তরাত্মা ধরা দেয় নিজের কাছে
এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে?
শেষ কথা বলে—
জীবন
ধৈর্যের বাঁধ ভাঙলে তো বোধহীন জীবন
সে যে মরণের সমান
সে ভার বহন করার সাধ্য আছে কার?
পরাণ মাঝি
ক্রুদ্ধতা কখনো শেষ
কথা হতে পারে না
সইতে পারলে
ঋণী হবে বিরোধীপক্ষ
সংযমে
আবিষ্ট হলে মিলন মধুর হয়
এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে?
ধৈর্যের বাঁধ ভাঙলে তো বোধহীন জীবন
সে যে মরণের সমান
সে ভার বহন করার সাধ্য আছে কার?
শেষের লাইন দুটো আরো ছোট করা দরকার।
ReplyDeleteধৈর্যের বাঁধভাঙা বোধহীন জীবন মৃত্যুর সমান।
বহন করাই দু; সাধ্য সকলের।