বাতায়ন/মাসিক/ছড়া/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছড়া
দীপক রঞ্জন কর
জন্মদিনে
শুভেচ্ছা
এই দিনটি
আসুক ঘুরে ঘুরে
তোমার জীবনে বারে বারে,
জীবন হোক
স্বচ্ছ ও ঝলমল
মা-বাবার নাম করো উজ্জ্বল।
ভাল থেকো
সুস্থ থেকো
করি তোমায় আশীর্বাদ,
ঈশ্বর
সৌম্যর মঙ্গল করুক
এই কামনাই দিবারাত।
দীপক রঞ্জন কর
আজ সৌমর শুভ
জন্মদিন
হয়ে উঠুক
আলোকময় রঙিন,
মা-বাবার আদরে ও আহ্লাদে।
তোমার জীবনে বারে বারে,
মা-বাবার নাম করো উজ্জ্বল।
করি তোমায় আশীর্বাদ,
এই কামনাই দিবারাত।
No comments:
Post a Comment