বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী
সংখ্যা |
কবিতা
রতনলাল আচার্য্য
সপ্তর্ষি
ভোগ...
ভাগ্য অন্বেষণে ছুটে চলা
তীর্থযাত্রীদের দিকশূন্য বিহার।
অমৃতকে জলাঞ্জলি দিয়ে
বিষের পেয়ালায় দেওয়া প্রথম চুমুক!
ত্যাগ...
বেঁচে থেকেও দ্বিধা-দ্বন্দ্বের
আর্তি ছড়ানো মাসিক
সপিণ্ডকরণের ভ্রান্তিবিলাস।
দৃষ্টি...
ধূপছায়া সন্ধ্যায় আটপৌরে যাতনা ভুলে
আলো-আঁধারির বিভেদ ভুলে যাওয়া।
স্বপ্ন আর বাস্তবের অদৃশ্য মিশ্রণ থেকে
নিয়ত সত্যকে খুঁজে ফেরা।
আরতি...
দৃষ্টির অগোচরে থাকা
অনুভবের ঈশ্বরকে
ক্ষণকালের জন্য কাছে চাওয়া।
প্রেম...
স্বর্গ-মর্ত্য-পাতাল তন্নতন্ন করে
খুঁজে আনা একশো আটটি নীলপদ্মের
পসরা সাজানো বাহারি চাঁদের হাট।
ভয়হীন চোখে তাকিয়ে দেখা
ভাগ্যলক্ষ্মীর সুপ্রশস্ত নগ্ন ললাট।
সুখ...
তোমার চাঁদপানা মুখের দিকে তাকিয়ে
জলজ্যান্ত স্বর্গের সুদৃশ্য ছবি আঁকা।
সাগর সৈকতে দাঁড়িয়ে দূর থেকে
বিজয়ী জাহাজের হাসিমাখা মাস্তুল দেখা।
খিদে...
আটপৌরে যাতনায় নিঃশেষ করে ফেলা
জীবন যৌবন জলাঞ্জলির ভাবী পরিণাম।
তীর্থযাত্রীদের দিকশূন্য বিহার।
অমৃতকে জলাঞ্জলি দিয়ে
বিষের পেয়ালায় দেওয়া প্রথম চুমুক!
আর্তি ছড়ানো মাসিক
সপিণ্ডকরণের ভ্রান্তিবিলাস।
আলো-আঁধারির বিভেদ ভুলে যাওয়া।
স্বপ্ন আর বাস্তবের অদৃশ্য মিশ্রণ থেকে
নিয়ত সত্যকে খুঁজে ফেরা।
অনুভবের ঈশ্বরকে
ক্ষণকালের জন্য কাছে চাওয়া।
খুঁজে আনা একশো আটটি নীলপদ্মের
পসরা সাজানো বাহারি চাঁদের হাট।
ভয়হীন চোখে তাকিয়ে দেখা
ভাগ্যলক্ষ্মীর সুপ্রশস্ত নগ্ন ললাট।
জলজ্যান্ত স্বর্গের সুদৃশ্য ছবি আঁকা।
সাগর সৈকতে দাঁড়িয়ে দূর থেকে
বিজয়ী জাহাজের হাসিমাখা মাস্তুল দেখা।
অনবদ্য অনিন্দ্য কবিতা কবির
ReplyDelete