বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
দহন
তুমি কাছে থাকলে হয়তো এমন
হতো না।
সারাক্ষণ লেপ্টে থাকতে চোখের পাতায়।
তোমার মণিবন্ধে লিখে ফেলতো
ভারতের দুঃখদারিদ্র্য।
এঁকে ফেলতো বেকার যুবকের চোখে
ঝরে পড়া হলুদ বিষাদ।
কতদিন রাস্তায় শুয়ে-বসে
দিন কাটাচ্ছে টেট পাশ ছেলে।
তুমি থাকলে বেপথু হতো না বৃক্ষ।
শিখিয়ে দিতে ঘরকন্না।
শিখিয়ে দিতে এ সময়ে কীভাবে
সন্তান মানুষ করতে হয়।
সারাক্ষণ তোমার অভাবে,
কী যেন বকে
যাচ্ছে...
দহন | কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
জীবনের মাহাত্ম্য কী বুঝেছে পলাশ!
সারাক্ষণ লেপ্টে থাকতে চোখের পাতায়।
তোমার মণিবন্ধে লিখে ফেলতো
ভারতের দুঃখদারিদ্র্য।
ঝরে পড়া হলুদ বিষাদ।
দিন কাটাচ্ছে টেট পাশ ছেলে।
তুমি থাকলে বেপথু হতো না বৃক্ষ।
শিখিয়ে দিতে ঘরকন্না।
শিখিয়ে দিতে এ সময়ে কীভাবে
সন্তান মানুষ করতে হয়।
No comments:
Post a Comment