প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Monday, May 19, 2025

গভীর ক্ষততে | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়
 
গভীর ক্ষততে
 

একটা মুগ্ধ খোলসের দুর্নিবার আকর্ষণে
চিবুকে নামে নদী, ঘেমে ওঠে পিঠ
এমনই সব ঐশ্বর্যে পুড়ে যায় দুচোখের মণি
রহস্য লুকোয় আঙুলের পরিচয়

 
নিহিত স্বর জড়ো করে তখন বসি ঘরের সামনে
উঠোনের বুকে লেখা হয় পাথুরে ঠোঁটের উপন্যাস
আলোর মধ্যে দিয়ে হাঁটে সমতল স্বীকারোক্তি
 
অন্ধকার জ্বালে অভিন্ন আগুন
স্বপ্ন-ছেঁড়া কঙ্কণে শীত লাগে
ডানার ছায়া
মাখে দীর্ঘশ্বাস
 
এমন দহনদিনে,
তুমি কান্না থেকে জাগিয়ে তোলো
রজঃস্বলার নিভন্ত উনুন।
 

2 comments:

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)