প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মুনিয়াকে বিজিত | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী

  বাতায়ন /যুগলবন্দি /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | যুগলবন্দি |   অজয় দেবনাথ ও  ...

Monday, May 19, 2025

আমি কোন দেশ চাই না আর | জাকিয়া রহমান

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
জাকিয়া রহমান
 
আমি কোন দেশ চাই না আর
 

চাইনা এ ধরণীর ‘পর কোন কাঁটাতার ঘেরা জমিন-
এক-একটা সীমানায় বিভক্ত।
উন্নাসিক পন্ডিতেরা বলেন, এই তোমার দেশ, পেয়েছ তো সার্বভৌমত্ব!
এই কাঁটাতার ঘেরা জমিনে আজ নেই কোথাও শান্তি। 
কাঁটাতারের আঘাতে ক্ষতবিক্ষত মানুষের মন, পরিবার বিচ্ছিন্ন।
চিরকালের এক দীর্ঘশ্বাস- হারিয়ে নিজ অস্তিত্ব।

 
শতাব্দী ধরে এসেছে কত নেতৃবৃন্দ শান্তির মহড়া দেখাতে, 
মানুষের অধিকার বাঁচাতে- তারা নাকি খুব তৎপর।    
শোনায় অধিকারের কথা, উচ্চারিত জোশে গণতন্ত্র! গণতন্ত্র!   
মেনে চলো এ নতুন ধর্ম! এর মন্ত্রে আছে নাকি সবার সমান অধিকার-
আমার বিশ্বাস এই দেশ আর গণতন্ত্র এক ফন্দির কাঁটাতার।
 
রক্ষক হয়ে ভক্ষক, মানুষকে করেছে অমানুষ-
কাঁটাতারের জটিলতা কেড়ে নিয়েছে শান্তি,
স্বপ্ন করেছে চুরমার! আমি চাইনা এমন দেশ!
কাঁটাতার উপড়ে রদ করো বিভাগের ভ্রান্তি।
সৃষ্টিকর্তা কী চেয়েছিলেন? কেউ কি ভেবেছেন কখনো?
বাঁটোয়ারা করেছিল কি সে, এমন কাঁটাতার ঘেরা জমিন?    
 
মানচিত্রে মানুষই টেনেছে সীমান্তের রেখা চতুরতায়- 
যেথা সান্ত্রীদল পাহারায় পাতে ডেরা।
আমি চাইনা এমন কাঁটাতার ঘেরা দেশ! যেথায় থাকবে না অধিকার,
অনুমতি বিনা কাঁটাতার উতরাবার। 
আমি নিশ্চিত তা ছিল না অভিপ্রায় সৃষ্টিকর্তার! 
মৃতদেহ গলে পচে শকুনের হবে খাবার, এই কাঁটাতার প্রতিষ্ঠার জন্যে-
মানুষের বুক চিড়ে টেনেছে রেখা চতুরেরা,
লোভের টানে বিবেক করেছে হত হন্যে। 
 

3 comments:

  1. আমি জাকিয়া রহমান, অত্যন্ত গর্বিত বাতায়নে অংশ নিতে পেরে। বাতায়ন- এর সাফল্য কামনা করি।

    ReplyDelete
  2. এই কবিতাটির মধ্যে যে আন্তর্জাতিকতাবাদকে গ্রহণ করা হয়েছে তাকে ধন্যবাদ জানাই।

    ReplyDelete
    Replies
    1. অশেষ ধন্যবাদ। আমার এই ভাবনা অনেকের কাছে গ্রহণ যোগ্য হবে না। দেশ তৈরির পায়তারা চারদিকে কিন্তু দেশ চালাতে পারছে কয় জন? সারা পৃথিবীটাকে এক হুমকির শিকার হতে হয়েছে। কোথাও শান্তিতে নেই মানুষ।

      Delete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)