বাতায়ন/ডিভোর্স/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি
অমিতাভ দাশগুপ্ত
উনিশে
মে আর একুশে ফেব্রুয়ারি
সিঁদুর কুড়িয়ে নেওয়া যায় এক
আলো
প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো
সে আলোয় দেয় মারের সাগর পাড়ি
উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।
সে-আলো টলে না মৃত্যুর কালো
ঝড়ে
তর্জনি তুলে জেগে থাকে ঘরে ঘরে,
দুলিয়ে গলায় তাজা বুলেটের
মালা
পার হয়ে শত শ্মশান ও কারবালা
হাজার মুখের মিছুলে দিয়েছে পাড়ি
উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।
সংগৃহীত; সৌজন্যে জয়িতা বসাক
ডিভোর্স | কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি
অমিতাভ দাশগুপ্ত
বুকের রক্ত মুখে তুলে যারা
মরে
ওপারে ঢাকায় এপারের শিলচরে
তারা ভালোবাসা-বাংলাভাষার
জুড়ি---
উনিশে মে আর একুশে
ফেব্রুয়ারি।
প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো
সে আলোয় দেয় মারের সাগর পাড়ি
উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।
তর্জনি তুলে জেগে থাকে ঘরে ঘরে,
পার হয়ে শত শ্মশান ও কারবালা
হাজার মুখের মিছুলে দিয়েছে পাড়ি
উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।
No comments:
Post a Comment