বাতায়ন/ডিভোর্স/গল্পাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স
| গল্পাণু
অর্পিতা দাস
উত্তরণ
"সিগারেটের নেশা অবন্তিকাই ধরিয়ে ছিল, সিগারেটের গন্ধ নাকি ভাল লাগে ওর। অন্ধকারে সমস্ত পথ মিলিয়ে যাচ্ছে, প্রিয়ম তাগিদ অনুভব করে ঘরে ফেরার..."
সন্ধে হয়ে আসে, দোকানপাটগুলোতে তখনও আলো জ্বলেনি। প্রিয়ম কলেজহল্টের পথে হনহন করে ছুটে চলেছে। আলো-আঁধারেও চোখে পড়ল অবন্তিকাকে, আরেকবার ঘুরে দেখল। ঠিকই দেখেছে সে, কিন্তু কই অবন্তিকা তো ফিরে তাকাল না।
প্রিয়ম
বিদ্রুপের-হাসি হেসে আর তাকাবেই বা কেন, কোথায় শহরের নামকরা বিজনেসম্যান আর কোথায় ছাপোষা মাস্টার!
ভারী অদ্ভুত লাগে প্রিয়মের। কালভার্টের ওপর
বসে পড়ে। অবন্তিকার আদুরে গলার কথাগুলো, প্রাণ থাকতে তোমায় ভুলব না... ছেলে ভোলানো ছড়ার মতো বেজে ওঠে কানে। সিগারেটের
প্যাকেটটা হাতে নিয়ে ডোবায় ফেলে দেয়। সিগারেটের নেশা
অবন্তিকাই ধরিয়ে ছিল, সিগারেটের গন্ধ নাকি ভাল লাগে ওর।
অন্ধকারে সমস্ত পথ মিলিয়ে যাচ্ছে,
প্রিয়ম
তাগিদ অনুভব করে ঘরে ফেরার...
সমাপ্ত
No comments:
Post a Comment