বাতায়ন/ছড়া/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া
স্বপনকুমার
পাহাড়ী
অজ্ঞাত
হনু-কাহিনি
শেল বিঁধেছে হনুর পায়।
তাই তো হনু লম্ফে ধায়।
লম্ফে গন্ধমাদন গিয়ে
দুঃখু ভুলতে করল বিয়ে।
তারপর সেই বৌকে ফেলে
বিশল্যকরণী নিয়েই এলে।
বাজল ভেরী, বাজল শিঙা।
ফুল ফুটেছে হলুদ—ঝিঙার।
এই কাহিনি বাল্মীকি
লিখতে ভোলেন, তাই লিখি।
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া
গাছে কাঁঠাল গোঁফে তেল।
লক্ষ্মণের বুকে শক্তিশেল।
তাই তো হনু লম্ফে ধায়।
দুঃখু ভুলতে করল বিয়ে।
বিশল্যকরণী নিয়েই এলে।
ফুল ফুটেছে হলুদ—ঝিঙার।
লিখতে ভোলেন, তাই লিখি।
হা হা হা
ReplyDelete