বাতায়ন/গল্পাণু/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | গল্পাণু
সঙ্ঘমিত্রা দাস
সাইক্লোন
সোনারতরী আবাসনের দশতলায়
ছোট্ট রত্নদীপ তাড়াতাড়ি ডিনার সেরে বক্স জানলায় অপেক্ষায়। তর আর সইছে না। কখন
আসবে ঝড়? দেখবে হাওয়ায় কত জোরে
গাছগুলো দোলে। সামনের উঁচু বিল্ডিংটা বৃষ্টির ঝাপটায় আবছা হয়ে যায় কিনা? ঝড়টা আসতে বড় দেরি করছে যে।
সুন্দরবনের মাতলার চরে
কুঁড়েঘরে আর এক বালক সুবোধ। মায়ের সাথে অধীর অপেক্ষায়। সকাল থেকে অনেক চেষ্টার
পরে বাবাকে ফোনে পেয়েছে, রাত প্রায় এগারোটা।
বাবা ফিরছে, ট্রলার ঘাটে ভিড়তে আর
ঘন্টাখানেক। সুবোধের আকুল প্রার্থনা, ঝড়টা আর একটু যেন
দেরিতে আসে। তার বাবা আগে ঘরে ফিরুক।
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | গল্পাণু
সঙ্ঘমিত্রা দাস
"সুন্দরবনের মাতলার চরে কুঁড়েঘরে আর এক বালক সুবোধ। মায়ের সাথে অধীর অপেক্ষায়। সকাল থেকে অনেক চেষ্টার পরে বাবাকে ফোনে পেয়েছে, রাত প্রায় এগারোটা।"
প্রবল সাইক্লোনের পূর্বাভাস।
ক'দিন ধরে একটাই খবর কাগজের
পাতায়, টিভিতে। আজ রাতেই আছড়ে পড়বে
সাইক্লোন।
সমাপ্ত
No comments:
Post a Comment