প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Saturday, August 9, 2025

মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ক্ষমতাসীন বনাম ক্ষমতাহীন

বাতায়ন/সম্পাদকীয়/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | সম্পাদকীয়
 
 
ক্ষমতাসীন বনাম ক্ষমতাহীন

"কথায় আছে অতি দর্পে হত লঙ্কা। যারাই আজ ক্ষমতার দর্পে ধরাকে সরা জ্ঞান করছেন। শেষের দিনটা কি তারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন?"


দুর্বলের ওপর অপেক্ষাকৃত সবলের আধিপত্য প্রাণীজগতের বৈশিষ্ট্য। আজ বলে নয় বরং সৃষ্টির গোড়া থেকেই এবং শুধুমাত্র মনুষ্যসমাজে নয়। কিন্তু সভ্য সমাজ, সভ্য মানুষও সেই পথেই চলবে! তবে আর সভ্যতার বড়াই কেন?

 
কারোর নাম না করেও বলা যায়, দুর্জনের ছলের অভাব হয় না কখনও। এক্ষেত্রেও প্রয়োজন শুধু অজুহাত। জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে ছুতো পেলেই হল, পৃথিবীর যেখানেই হোক। ধন্ধ জাগে এইসব মানুষেরা শৈশব থেকে এমনই পাঠ গ্রহণ করেছেন! নইলে তাদের ভাবান্তর এল কোন পথে? শুধুই ক্ষুদ্র স্বার্থচিন্তা ছাড়া বৃহত্তর স্বার্থের কথা তারা ভাবতে পারতেন না!
 
দলবাজি করে শেষ রক্ষা হবে তো? যে যার দলে কিছু মানুষকে জোটাল, কিন্তু স্বার্থই যেখানে মূলধন, সেই স্বার্থ যখন সংকটে পড়বে কতজন মানুষ তথাকথিত সুরক্ষিত বৃত্তে থাকবেন, যেখানেই হোক। সুবিধাবাদী এবং সুবিধাভোগী মানুষ তবুও বৃহত্তর স্বার্থের কথা ভাববেন না! আজকের দিনটাই শুধু দিন নয়, আগামীকালও একটা দিন আসবে। সেদিন তারা না থাকলেও তাদের সন্ততি থাকবেন।
 
কথায় আছে অতি দর্পে হত লঙ্কা। যারাই আজ ক্ষমতার দর্পে ধরাকে সরা জ্ঞান করছেন। শেষের দিনটা কি তারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন?

সর্বোপরি সৌভ্রাতৃত্ববোধে উদ্‌বুদ্ধ হোক মানব মনন।


 

2 comments:

  1. বার্তটি খুবই সত্যি। কিন্তু ওই যে, দুর্জনের ছলের অভাব হয় না ওইখানে হাড়েনা আজ ভাগ্নের মামা!

    ReplyDelete
    Replies
    1. বাতায়ন পরিবারAugust 9, 2025 at 12:26 PM

      ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন। শুধু একটাই অনুরোধ নিজের পরিচয়টা দিন।

      Delete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)