প্রাপ্তমনস্কদের পত্রিকা

নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

ইচ্ছে থেকে মুখ ফিরিয়ে | ফটিক চৌধুরী

বাতায়ন/শারদ/অনুবাদ কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | অনুবাদ কবিতা
ফটিক চৌধুরী
 
[বিশিষ্ট হিন্দি কবি গগন গিলের জন্ম ১৯৫৯ সালে, দিল্লিতে। প্রথম জীবনে করেছেন সাংবাদিকতা। তাঁর রয়েছে পাঁচটি কাব্যগ্রন্থ, তিনটি গদ্যের সংকলন ও একটি ভ্রমণ কাহিনি। এই মহিলা কবি সাহিত্য অকাদেমি পান ২০২৪ "ম্যায় জব তক আই বাহর"]
 
ইচ্ছে থেকে মুখ ফিরিয়ে
 

মূল কবিতা গগন গিল

 
বন্ধুত্বে ছিল প্রেম
প্রেমে ছিল ইচ্ছে
ইচ্ছে থেকে মুখ ফিরিয়ে
সে যাবে কোথায়?
ইচ্ছে থেকে মুখ ফিরিয়ে
 
সে যাবে রেল লাইনে
কিংবা ঝিলের ধারে
কিংবা ঘুমের দশতলার শীর্ষে
তিনতলার কার্নিশে
অন্তিম ইচ্ছের সংকোচ পর্যন্ত
 
প্রেমে ছিল ইচ্ছে, ইচ্ছেয় তৃষ্ণা
তৃষ্ণা কেন চাইত
নিজের জন্য একটু জায়গা?
 
তৃষ্ণার জন্য কি যথেষ্ট ছিল না
তন্দ্রা, আধোঘুম, স্বপ্নের দোষ!
তৃষ্ণাকে ছেড়ে কোথায় থাকবে?
তৃষ্ণাকে ছেড়ে
 
সে নিজে শরীরের মধ্যে থাকবে
যে কখনও নামবে না
নিরানব্বই ডিগ্রি জ্বরের মতো
পাপের খিঁচুনির মতো
 
প্রেমে ছিল ইচ্ছে
ইচ্ছেতে শরীর
শরীর যখন থাকবে না
ইচ্ছে কোথায় থাকবে?
 
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)