বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
সুশান্ত সেন
শরৎ
আমার দেশের নবীন যুবা ছিল
যারা
তারা কেন এখন হল ছন্নছাড়া
কেন তারা মুখ ঘুরিয়ে
অথবা বুক ছিঁড়ে চিরে
অন্য প্রদেশ ডাকে আজ দিচ্ছে সাড়া
আমার দেশের নবীন যুবা ছিল যারা।
আমরা যারা প্রবীণ তারা কেন
বিফল
কেন তারা নিজের সুখেই মাতল বল
কেবল জানি কাটাকাটি
বসাই তর্ক খুঁটিনাটি
অযত্নে আজ শূন্য করি অর্জিত ফল
আমরা যারা প্রবীণ তারা সব বিফল।
শরৎ তুমি করো নাকো এদের
ক্ষমা
বজ্র দিয়ে ধ্বংস করো দুর্গা-সমা।
শারদ | কবিতা
সুশান্ত সেন
শরৎ তোমার আশায় ছিল এই সময়
আসতে যেতে যখন কেবল অবক্ষয়
সাদা মেঘের ঘাড়টি নেড়ে
বৃষ্টি সুধা নিল কেড়ে
বাতাস ঘামায় সৃষ্টি সুখের
সমন্বয়
শরৎ তোমার আশায় ছিল এই সময়।
তারা কেন এখন হল ছন্নছাড়া
কেন তারা মুখ ঘুরিয়ে
অথবা বুক ছিঁড়ে চিরে
অন্য প্রদেশ ডাকে আজ দিচ্ছে সাড়া
আমার দেশের নবীন যুবা ছিল যারা।
কেন তারা নিজের সুখেই মাতল বল
কেবল জানি কাটাকাটি
বসাই তর্ক খুঁটিনাটি
অযত্নে আজ শূন্য করি অর্জিত ফল
আমরা যারা প্রবীণ তারা সব বিফল।
বজ্র দিয়ে ধ্বংস করো দুর্গা-সমা।
No comments:
Post a Comment