বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
বিকাশ চন্দ
ঋতুপত্রের
আঁধার প্রহর
উন্মাদ সময় জাপটে ধরে
বিধ্বস্ত শ্মশানের স্তব্ধতা
পাঁজরের আড়ালে শ্বাসটুকু ঘিরে আছে দেহকাণ্ডের খড়কুটো
কতটুকু সংবাদ রাখো হে পরিযায়ী পাখির উড়ান
অপ্রতুল সময়ে পুরোনো পথই চেনে মৃত সময়ের হলুদঘাস
বাইরে দেশান্তরি হাওয়া খেলে
সবুজপাতায় মরুউত্তাপ
শরীর জুড়ে হিরন্ময় প্রেম ঢাকা রাজহাঁসের পালকে
খরস্রোতা সময় জড়িয়ে নিরন্তর জলসমাধি খেলা
দরজা আগলে শিস দেয় বিপন্নতার তীক্ষ্ণ সন্ত্রাস
আলপথে সাজানো মাঠের সবুজ সাজায় শস্যের উজান
জীবন পেতে রাখে ফসলের পরম্পরা
জন্মের অঙ্কুর বুকে
প্রতীক্ষায় সকল উচ্চারণ ঝরে পড়ে ভাঙা অক্ষরের গানে
তবুও শরীরেই বাঁচে মরে উদ্ভিদের শস্যের আমন্ত্রণ
অনাহুত প্রেম কথা জানে কি ক্ষতবিক্ষত রক্তকরবী
জন্মান্তর বাঁধা আমাদের বৃক্ষমাতা বৃক্ষপিতার বাকলে
অনিন্দ্য সৃজনে লালনগানে আঁধার প্রহরে কাঁপে ঋতুপত্র
চিরকালই পরমহংস আলোয় জাগে কালো গর্ভ মন্দির
অসম্ভব জন্মসেতুর ভাসান চিরন্তন বিষাদে বিসর্জনে
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
বিকাশ চন্দ
পাঁজরের আড়ালে শ্বাসটুকু ঘিরে আছে দেহকাণ্ডের খড়কুটো
কতটুকু সংবাদ রাখো হে পরিযায়ী পাখির উড়ান
অপ্রতুল সময়ে পুরোনো পথই চেনে মৃত সময়ের হলুদঘাস
শরীর জুড়ে হিরন্ময় প্রেম ঢাকা রাজহাঁসের পালকে
খরস্রোতা সময় জড়িয়ে নিরন্তর জলসমাধি খেলা
দরজা আগলে শিস দেয় বিপন্নতার তীক্ষ্ণ সন্ত্রাস
আলপথে সাজানো মাঠের সবুজ সাজায় শস্যের উজান
প্রতীক্ষায় সকল উচ্চারণ ঝরে পড়ে ভাঙা অক্ষরের গানে
তবুও শরীরেই বাঁচে মরে উদ্ভিদের শস্যের আমন্ত্রণ
অনাহুত প্রেম কথা জানে কি ক্ষতবিক্ষত রক্তকরবী
জন্মান্তর বাঁধা আমাদের বৃক্ষমাতা বৃক্ষপিতার বাকলে
অনিন্দ্য সৃজনে লালনগানে আঁধার প্রহরে কাঁপে ঋতুপত্র
চিরকালই পরমহংস আলোয় জাগে কালো গর্ভ মন্দির
অসম্ভব জন্মসেতুর ভাসান চিরন্তন বিষাদে বিসর্জনে

অপূর্ব
ReplyDelete