প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Tuesday, November 25, 2025

কবিতাগুচ্ছ | তৈমুর খান | পরিণতির কাছে



বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | পরিণতির কাছে
কবি-পরিচিতিসহ
কবিতাগুচ্ছ
তৈমুর খান

"বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রি এবং প্রেমেন্দ্র মিত্রের কবিতা নিয়ে পিএইচডি প্রাপ্তি।"

 
পরিণতির কাছে
 
দরজায় দাঁড়াই না তোমার
কথাও হয় না কতকাল
এক থাল মুড়ি খেয়ে বেরিয়ে এসেছি
আয়ুর সীমানায়
 
এখন ক্লান্ত লাগে
রাস্তায় ফিরে ফিরে দেখি
কত জাদুকর মরে গেছে
তাদের মুখোশ ছিঁড়ে পড়ে আছে
কেউ আর শুধায় না, যাবেন কোথায়?
 
ওইখানে অন্ধকারে একটা বাড়ি আছে
ওইখানে পরিণতি অপেক্ষায় আছে
সূর্য অস্ত যায় এমন রাঙা বিকেলে
চোখ সরোবর, উড়ে যায় হাঁস
হাঁসের পালকে আমাদেরও নাম লেখা আছে
 
তোমাকে চেঁচাই না আর
আমাদের স্বপ্নের সন্তানেরা ঘুমিয়ে পড়েছে শান্ত কোলাহলে
 
সংক্ষিপ্ত কবি-পরিচিতি
তৈমুর খান
 
জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে।
পিতা ও মাতা: জিকির খান ও নাওরাতুন।
পড়াশোনা: বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রি এবং প্রেমেন্দ্র মিত্রের কবিতা নিয়ে পিএইচডি প্রাপ্তি।
পেশা: উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ শিক্ষক।
প্রকাশিত কাব্য: কোথায় পা রাখি (১৯৯৪), বৃষ্টিতরু (১৯৯৯), খা শূন্য আমাকে খা (২০০৩), আয়নার ভেতর তু যন্ত্রণা (২০০৪), বিষাদের লেখা কবিতা (২০০৪), একটা সাপ আর কুয়াশার সংলাপ (২০০৭), জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর (২০০৮), প্রত্নচরিত (২০১১), নির্বাচিত কবিতা (২০১৬), জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা (২০১৭) ইত্যাদি মোট ২৬ টি। গদ্যের বই ১০টি। ২টি গল্পের ও ২টি উপন্যাস।
 
পুরস্কার: কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার ও দৌড় সাহিত্য সম্মান, নতুন গতি সাহিত্য পুরস্কার ইত্যাদি।
 
 


2 comments:

  1. খুব ভাল লাগা বিষয় 🙏

    ReplyDelete
  2. চমৎকার! "আমাদের স্বপ্নের সন্তানেরা ঘুমিয়ে পড়েছে শান্ত কোলাহলে" অনবদ্য। অনবদ্য, শব্দবন্ধ নির্মাণ, "শান্ত কোলাহলে!" 🙏

    ReplyDelete

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 8 (Last 7 days)