বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
সর্ণালী
মণ্ডল
বর্ণমালা
ঘর
পদব্রজে পার হয়ে যাই দীর্ঘ
পথ
এ-ঘর সে-ঘর চুন সুরকি, বালি, পাথর পাতা
সব নিরীক্ষণ করি, সূর্য তখন মধ্য গগনে
দূরে ওই শুনি বাউলের একতারা
পাখির কলতান, হাঁটতে হাঁটতে পথ
কোথায় বাড়ি, কোথায় ঘর
খুঁজতে খুঁজতে হাঁটি
এভাবে আমরা চলমান থাকি
খুঁজি শান্তিবন ও বর্ণমালা ঘর
তৈমুর খান সংখ্যা | কবিতা
এ-ঘর সে-ঘর চুন সুরকি, বালি, পাথর পাতা
সব নিরীক্ষণ করি, সূর্য তখন মধ্য গগনে
পাখির কলতান, হাঁটতে হাঁটতে পথ
কোথায় বাড়ি, কোথায় ঘর
খুঁজতে খুঁজতে হাঁটি
এভাবে আমরা চলমান থাকি
খুঁজি শান্তিবন ও বর্ণমালা ঘর

No comments:
Post a Comment