বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
মানসী
বন্দ্যোপাধ্যায়
বলার
সুযোগ ছিল
সুযোগ ছিল, মঞ্চে উঠে তোমার কিছু বলার। সেদিন মুক্ত সভায়।
জায়গা ছিল, স্পষ্ট কথা নিজের মতো বলার। হাতেও ছিল
সময়।
চাইলে তুমি, সত্যি যেটা বলতে ঠান্ডা মাথায়।
একটু উঁচু গলায়।
চাইলে তুমি, দ্বন্দ্ব
দ্বিধা কাটিয়ে উঠে বোঝাতে, নাহয়
আত্মপ্রত্যয়ে।
চশমা ছিল, ভাল করে দেখে নিতে চারপাশ।
প্রখর দৃষ্টি, ঘুরছিল
তো অডিয়েন্সের
আশপাশ।
দেখছিলে তো, কত বন্ধু আর কত শত্রু বসে আছে সভায়!
সুযোগ ছিল, সময় ছিল, মঞ্চ ছিল সাথে,
কিন্তু তুমি কিছুই
বললে না তো; ভাবছ বলে কী হবে!
তৈমুর খান সংখ্যা | কবিতা
সময়।
একটু উঁচু গলায়।
দ্বিধা কাটিয়ে উঠে বোঝাতে, নাহয়
আত্মপ্রত্যয়ে।
তো অডিয়েন্সের
আশপাশ।
বললে না তো; ভাবছ বলে কী হবে!

No comments:
Post a Comment