প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Tuesday, November 25, 2025

গাজা | চৈতালী চট্টোপাধ্যায়

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
চৈতালী চট্টোপাধ্যায়
 
গাজা
 
মৃত শিশুদের কথা বলতে পারব না। কিন্তু সন্তানশোকে মায়ের চোখ থেকে রক্তের দলা খসে পড়ছে।
এখানে এখন বৃষ্টি ও রোদ্দুর।আকাশে হাসছে রামধনু। কতটা অন্ধকার পার হয়ে হয়ে এই মিথ্যে সৌন্দর্য রচিত হয়!
বলতে পারব না গো–
একটা শহর থেকে দুর্গন্ধ উঠছে। আমি তার শিশু ও মায়েদের শেষ নিশ্বাস লক্ষ্য করি


1 comment:

  1. ভালো লিখেছেন 👌

    ReplyDelete

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 7 days)