প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Tuesday, November 25, 2025

ডাক | সৈয়দ হাসমত জালাল

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
সৈয়দ হাসমত জালাল
 
ডাক
 
আজ রাতে সব আলো সরিয়ে রেখেছি
অন্ধকারের ভেতরে যে নৈঃশব্দ্যের ঢেউ
তোমাকে সেখানে পাবো
 
এই বৃষ্টি তোমাকে ডাকে
জলে ভেজা ফুলের গন্ধ ডাকে
মৃত্যুচিহ্ন মুছে ফেলে বয়ে যায় উদাসীন নদী
তার ছলচ্ছল শব্দ তোমাকে জাগিয়ে রাখে
দশ দিগন্তে জেগে থাকে অনিঃশেষ প্রাণের স্পন্দন
তোমাকে সেখানে পাবো
 
মাঠে মাঠে জেগে আছে কর্ষণরেখা
আমার শরীর জুড়ে বয়ে যায় শস্যবপনের দিন
এই রাত্রি ধরে আছে ভোরের শব্দমায়া, ভবিষ্যলিপি
অন্ধকারে জেগে আছে যে হৃদয়, সে নয় একাকী
তোমাকে সে ডাকে
 
নিঃশব্দ সে ডাক আমাদের বেঁধে রাখে গহন মায়ায়
 

1 comment:

  1. সৌমিত্র চক্রবর্তীNovember 26, 2025 at 8:47 PM

    অনন্য কবিতা।

    ReplyDelete

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 7 days)