বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
নজর উল
ইসলাম
কথকতা
মেঘেরা ঝাঁপি খুলছে, তেমাথার হাঁড়িও একদিন
ভেঙে যাবে—কুসুম গা-দেখে আমরা যখন
কুকুরের লাল চোখ দেখি, ঝোলা জিভ—বিসর্জন
কথা বলবে ধ্যানে—অভ্যাসবশত জানি
আমাদের হরকরা উঠোন-বিছানায় শুইয়ে যেত না
কত স্বাক্ষরের জমি আছে বিনত ঠোঁট চেপে
কত ঘুম উড়ে গেছে পাততাড়ি গুটিয়ে নির্মোহ
বিনাশী বিষাদে মোহনশীল সময়ের চোখসমূহ
উনুনে খেলে যাচ্ছে মায়ারাত্রি—বেবাগী পৌরুষ
কাঁপছে দিনপাহারায় কোথায় স্বপ্ন বাঁধি
ঠাসা বুনোটে সংসারি দোলক দুলছে নিত্যদিন
ভুখার গর্ভঘরে নোনাপানির ঢেউ অনর্গল
পরিচর্যাহীনতার সরণি, দু'পাশে কালো রাত
সুধা ঢেলে কী হবে বাবা? এই তো পথ
বাজিয়ে যাচ্ছি শুনানির পর পরবর্তী শুনানি
মুখোশ দেওয়া মুখে যে কথকতা উল্টো রথে...
তৈমুর খান সংখ্যা | কবিতা
ভেঙে যাবে—কুসুম গা-দেখে আমরা যখন
কুকুরের লাল চোখ দেখি, ঝোলা জিভ—বিসর্জন
কথা বলবে ধ্যানে—অভ্যাসবশত জানি
আমাদের হরকরা উঠোন-বিছানায় শুইয়ে যেত না
কত স্বাক্ষরের জমি আছে বিনত ঠোঁট চেপে
কত ঘুম উড়ে গেছে পাততাড়ি গুটিয়ে নির্মোহ
বিনাশী বিষাদে মোহনশীল সময়ের চোখসমূহ
উনুনে খেলে যাচ্ছে মায়ারাত্রি—বেবাগী পৌরুষ
কাঁপছে দিনপাহারায় কোথায় স্বপ্ন বাঁধি
ঠাসা বুনোটে সংসারি দোলক দুলছে নিত্যদিন
ভুখার গর্ভঘরে নোনাপানির ঢেউ অনর্গল
পরিচর্যাহীনতার সরণি, দু'পাশে কালো রাত
সুধা ঢেলে কী হবে বাবা? এই তো পথ
বাজিয়ে যাচ্ছি শুনানির পর পরবর্তী শুনানি
মুখোশ দেওয়া মুখে যে কথকতা উল্টো রথে...

No comments:
Post a Comment